নিজস্ব সংবাদদাতা হাওড়া : উনসানি লস্কর পাড়ায় জুল্লুর বাগান নামে পরিচিত জায়গাতে সম্পন্ন হলো পাঁচিল দেওয়ার কাজ প্রশাসনের উপস্থিতিতে। প্রসঙ্গত উল্লেখ্য,গত 26 শে মার্চ শনিবার ওই জমিটিতে আলতাব করিম মিদ্দে ও উমায়ের লস্কর তাদের লোকজন নিয়ে পাঁচিল দেওয়ার কাজ করছিলেন, তাদের অভিযোগ ওই সময় কিছু দুষ্কৃতী তাদের কাজ করতে বাঁধা দেয় এবং বাঁস ও অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় রক্তাক্ত করে দেয় বেশ কয়েকজনকে ফলে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়, অবশেষে জমির দাবিদার দ্বারস্থ হয় জগাছা থানার, পরবর্তীতে জগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। এই ঘটনার পর উমায়ের লস্কর আজ অভিযোগ করেন তাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। আজ প্রশাসনের উপস্থিতিতে পাচিল দেওয়ার কাজ চলছে, জমির পুরানো মালিক শাহিদ আঞ্জুম লস্কর দাবি করেন তাদের দাদু স্বর্গীয় জুল্লুর লস্কর তার চার নাতিকে দানপত্র করে দিয়ে যাই, এবং বর্তমানে শাহিদ আনজুম লস্কর আলতাব করিম মিদ্দেকে জমি হস্তান্তর করে দেয়। এবং এই আলতাফ করিম মিদ্দে জমিতে পাঁচিল দিয়ে ঘেরার জন্য power of attorney করে দেয় উমায়ের লস্করকে। এবং এই বিষয়ে আজ তারা গোটা এলাকার মানুষকে জানানোর জন্য প্রচার করেন যে , সম্পত্তির বৈদ্ব কাগজ নিয়ে কেউ যদি আসতে পারে তাহলে পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করে দেবেন।কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে কোন ব্যক্তি কাগজ দেখাতে পারলেন না। অতএব প্রশাসনের সজাগ দৃষ্টিতে সম্পন্ন হলো পাঁচিল দেওয়ার কাজ কোন রকম অশান্তি ছাড়াই।