পানীয় জলের দাবিতে পথ অবরোধ, জঙ্গলমহলের মানুষের।

0
299

আবদুল হাই, বাঁকুড়াঃ পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন বাঁকুড়ার জঙ্গল মহলের মানুষজন। বুধবার সকাল থেকে রাস্তার উপর বালতি-হাঁড়ি নামিয়ে পথ অবরোধ করলেন রানীবাঁধের লদ্দা গ্রামের মহিলারা। আর এই অবরোধের জেরে রানিবাঁধ থানার অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত এলাকার অম্বিকানগর-রুদড়া রাজ্য সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়। চরম সমস্যায় পড়তে হয় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী নিত্যযাত্রীদের। অবরোধকারীদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের উদ্যোগে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানো হয়েছে। বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হলেও বিগত চার মাস ধরে তারা জল পাচ্ছেন না।
অবরোধকারী নীলিমা মাহাতো, যমুনা মাহাতোরা বলেন, পরিশ্রুত জল না পেয়ে পুকুরের জল খেয়েই আমাদের কাটাতে হচ্ছে। এই অবস্থায় কিভাবে সুস্থ থাকা সম্ভব? খবর পেয়ে অবরোধ স্থলে পুলিশ এলেও পুলিশী আশ্বাসে তারা খুশী নন জানিয়ে বলেন, বিডিওকে গ্রামে এসে নিয়মিত জলসরবরাহের প্রতিশ্রুতি দিতে হবে। বিডিও না আসা পর্যন্ত তাঁরা অবরোধ তুলবেনও না বলে জানিয়েছেন। এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির রোহিতাশ্ব মাহাতো জানান, প্রশাসনের বিভিন্ন জায়গাতে বলেও সুরাহা হয়নি