নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রাজ্য জুড়ে সন্ত্রাসের আবহাওয়া, রামপুরহাট গণহত্যা, সহ বিধানসভায় দলীয় বিধায়কদের ওপর আক্রমণের প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপির।
একদিকে রামপুরহাটের বগটুই গ্রামে নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু সহ দশের অধিক জনকে কুপিয়ে আগুনে পুড়িয়ে হত্যার মতো মধ্যযুগীয় বর্বরতা অপরদিকে বিধানসভার মধ্যে শাসক তৃণমূল দাঁড়া দলীয় বিধায়কদের ওপর আক্রমণে ঘটনা , রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের আবহাওয়া থেকে সাধারণ জনতাকে বাঁচাতে রাজ্য জুড়ে প্রীতিবাদ বিক্ষোভের ফেটে পরেছে বিজেপি। তারই অংশ হিসেবে বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা বিজেপির ডাকে একটি মিছিল শহরের পথ পরিক্রমা করে কোতোয়ালি থানার গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে,
আজকের এই প্রতিবাদ বিক্ষোভ প্রসঙ্গে জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক চন্দন বর্মন জানিয়েছেন, রাজ্য জুড়ে শাসক দলের নির্দেশে এবং পুলিসের একাংশের সাহায্যে যে সন্ত্রাস চলছে এবং গণতন্ত্রের মন্দির বিধানসভার মধ্যে যে ভাবে বিজেপি সদস্য সদস্যাদের ওপর তৃণমূল বিধায়কেরা আক্রমণ করেছে তাতে বোঝাই যাচ্ছে এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন।