পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম বাংলার পান একটি অর্থকরী ফসল । যা মূলত পূর্ব মেদিনীপুর এবং দঃ ২৪ পরগনায় উৎপন্ন হয় । এই পান থেকে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করেন । অথচ এই পানকে আজ পর্যন্ত কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি । এই পান মূলত দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশন ও পূর্ব মেদিনীপুরের প্রধান প্রবেশদ্বার মেছাদা স্টেশন থেকে বুকিং হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায় । তবে একটি এমনই ফসল যা দ্রুত ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া দরকার না হলে শুরু হবে প্রচুর তার জন্য রেল যোগাযোগ অত্যন্ত জরুরী । এই বুকিং থেকে ভারতীয় রেল বছরে প্রায় ৫ কোটি টাকা আয় করে । অথচ দীর্ঘ দিন যাবৎ এই স্টেশন থেকে বুকিং না হওয়ার ফলে ( ট্রেন না দাঁড়ানোর জন্য ) লক্ষ লক্ষ চাষী , ব্যবসায়ী , শ্রমিক অর্থনৈতিক দিক থেকে মার খাচ্ছে । এই ট্রেনগুলি মেছাদা স্টেশনে দাঁড় করানোর জন্য ১৯৯৬ সালে ৭ ই জুলাই মেছাদা স্টেশনে রেল অবরোধ করা হয়েছিল । তৎকালীন সময়ের সাংসদ গীতা মুখার্জীর তত্বাবধানে , কিছু ট্রেন মেছাদা স্টেশনে দাঁড়ালেও পরবর্তীকালে এখনও পর্যন্ত একটি দুটি ট্রেন ছাড়া বাকী কোন ট্রেন বুকিং নিচ্ছে না । ইতিপূর্বে দঃ পূর্ব রেলওয়ের ( C.C.M ) সহ সমস্ত দপ্তরে বিষয়টি বারে বারে জানিয়েছি , আজ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি । এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করিতে চাই । না হলে আগামি দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব । দাবি সমূহ- ১। অবিলম্বে পানকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে । ২। মেছাদা স্টেশনে সমস্ত দূরপাল্লার ট্রেন দাঁড় করিয়ে বুকিং চালু করতে হবে । চালু ছিল – ( A ) 18045 UP ( SHM – HYB ) ইষ্ট কোচ্ এক্সপ্রেস । ( B ) 18030 UP ( SHM – LTT ) কুরলা এক্সপ্রেস । ( C ) 12863 UP ( HWHY.P.R ) যসমন্তপুর এক্সপ্রেস । ( D ) 18005 UP ( HWH – RGDA ) সম্বলেশ্বরী এক্সপ্রেস । ( E ) 12834 UP ( HWH – A.D.I ) আমেদাবাদ এক্সপ্রেস । ( F ) 58011 UP ( HWH – ADA / CKP ) চক্রধরপুর এক্সপ্রেস । চাল করতে হবে 12860 UP ( HWH – CSTM ) গীতাঞ্জলী এক্সপ্রেস । রেল কর্তৃপক্ষ যদি আগামীদিনে পান ব্যাবসী সমিতির দাবিগুলো মান্যতা না দেয় তাহলে আগামীদিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে সমিতির সদস্যরা।।
Home রাজ্য দক্ষিণ বাংলা রেল দপ্তরের একাধিক সমস্যা তুলে ধরে সাংবাদিক বৈঠক পূর্ব মেদিনীপুর পান ব্যাবসায়ী...