রেল দপ্তরের একাধিক সমস্যা তুলে ধরে সাংবাদিক বৈঠক পূর্ব মেদিনীপুর পান ব্যাবসায়ী সমিতির।

0
326

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম বাংলার পান একটি অর্থকরী ফসল । যা মূলত পূর্ব মেদিনীপুর এবং দঃ ২৪ পরগনায় উৎপন্ন হয় । এই পান থেকে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করেন । অথচ এই পানকে আজ পর্যন্ত কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি । এই পান মূলত দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশন ও পূর্ব মেদিনীপুরের প্রধান প্রবেশদ্বার মেছাদা স্টেশন থেকে বুকিং হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায় । তবে একটি এমনই ফসল যা দ্রুত ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া দরকার না হলে শুরু হবে প্রচুর তার জন্য রেল যোগাযোগ অত্যন্ত জরুরী । এই বুকিং থেকে ভারতীয় রেল বছরে প্রায় ৫ কোটি টাকা আয় করে । অথচ দীর্ঘ দিন যাবৎ এই স্টেশন থেকে বুকিং না হওয়ার ফলে ( ট্রেন না দাঁড়ানোর জন্য ) লক্ষ লক্ষ চাষী , ব্যবসায়ী , শ্রমিক অর্থনৈতিক দিক থেকে মার খাচ্ছে । এই ট্রেনগুলি মেছাদা স্টেশনে দাঁড় করানোর জন্য ১৯৯৬ সালে ৭ ই জুলাই মেছাদা স্টেশনে রেল অবরোধ করা হয়েছিল । তৎকালীন সময়ের সাংসদ গীতা মুখার্জীর তত্বাবধানে , কিছু ট্রেন মেছাদা স্টেশনে দাঁড়ালেও পরবর্তীকালে এখনও পর্যন্ত একটি দুটি ট্রেন ছাড়া বাকী কোন ট্রেন বুকিং নিচ্ছে না । ইতিপূর্বে দঃ পূর্ব রেলওয়ের ( C.C.M ) সহ সমস্ত দপ্তরে বিষয়টি বারে বারে জানিয়েছি , আজ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি । এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করিতে চাই । না হলে আগামি দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব । দাবি সমূহ- ১। অবিলম্বে পানকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে । ২। মেছাদা স্টেশনে সমস্ত দূরপাল্লার ট্রেন দাঁড় করিয়ে বুকিং চালু করতে হবে । চালু ছিল – ( A ) 18045 UP ( SHM – HYB ) ইষ্ট কোচ্ এক্সপ্রেস । ( B ) 18030 UP ( SHM – LTT ) কুরলা এক্সপ্রেস । ( C ) 12863 UP ( HWHY.P.R ) যসমন্তপুর এক্সপ্রেস । ( D ) 18005 UP ( HWH – RGDA ) সম্বলেশ্বরী এক্সপ্রেস । ( E ) 12834 UP ( HWH – A.D.I ) আমেদাবাদ এক্সপ্রেস । ( F ) 58011 UP ( HWH – ADA / CKP ) চক্রধরপুর এক্সপ্রেস । চাল করতে হবে 12860 UP ( HWH – CSTM ) গীতাঞ্জলী এক্সপ্রেস । রেল কর্তৃপক্ষ যদি আগামীদিনে পান ব্যাবসী সমিতির দাবিগুলো মান্যতা না দেয় তাহলে আগামীদিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে সমিতির সদস্যরা।।