সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং:- শ্বশুরবাড়ি থেকে বাইক না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম সুস্মিতা বৈদ্য।ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত কুলতলি থানার পশ্চিম গাবতলা এলাকায়। গাবতলার কৃষ্ণ গায়েনের সাথে জয়নগর থানার দক্ষিণ বারাশতের সুস্মিতা বৈদ্যের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।পরে প্রেম থেকে বিবাহে আবদ্ধ হয়।বিয়ের ৬ মাসের মধ্যেই একাধিক বার শশুর বাড়ির কাছ থেকে বাইক ও যৌতুক হিসাবে টাকার জন্য চাপ দেয় হয় বলে অভিযোগ মৃতার মায়ের।এরই মধ্যেই গৃহবধু অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।তারপর থেকে বারে বারে ওই গৃহবধুর শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য বাপের বাড়িতে ফোন করে টাকা চাইতেন বলে অভিযোগ। মেয়ের মা পরিচারিকার কাজ করেন। বাবা দিনমজুর হওয়ায় যে কারণে টাকা যোগাড় করা সম্ভব হচ্ছিল না ।বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ির লোকজন খবর পায় যে সুস্মিতা মারা গিয়েছে। সেই খবর পেয়েই দ্রুত গাবতলার বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে রাখা রয়েছে মেয়ের নিথর দেহ। এদিকে বধূ মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ। অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই ওই বধু কে শ্বাস রোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। যদিও ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পাঠানো হয়েছে। সেই সাথে মৃত গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা শ্বশুরবাড়ি থেকে বাইক না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, আটক...