নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- পুরোপুরি ভেঙে পরেছে রাজ্য সহ জলপাইগুড়ির আইন শৃংখলা, পরিস্থিতির উন্নতি না হলে এস পি অফিসে ঘেরাওয়ের হুঁশিয়ারি জেলা কংগ্রেসের।
এই বিষয়ে শুক্রবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্তের সঙ্গে দেখা করেন , পুলিশ সুপারের কাছে জলপাইগুড়ি শহর এবং জেলায় ভেঙে পড়া আইন শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নতির দাবি জানান জাতীয় কংগ্রেস দলের এই প্রতিনিধি দলটি।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত জানান, গোটা রাজ্যের সঙ্গে এই জেলার এবং শহরের সাধারণ মানুষের নিরাপত্তা আজ বিপদের সম্মুখীন, প্রতিদিন জলপাইগুড়ি শহরে দিনের আলোতে ঘটছে ছিনতাই চুরির মতো ঘটনা ,কিন্তু পুলিশ এসব নিয়ন্ত্রণ না করে শাসক দলের নেতাদের তোষামোদ করতেই বাস্ত থাকছে, যদিও কখনো বা দু একজনকে গ্রেফতার করে লোক দেখানো হচ্ছে ,তার পরেই পুলিশই আবার ধৃতকে আইনের জাল কেটে মুক্তি পেতে সাহায্য করছে,। এমন পরিস্থির যদি দ্রুত পরিবর্তন না হয়, তাহলে জেলা কংগ্রেস পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে বাধ্য হবে।