সাঁকরাইল ব্লক এর হাড়িভাঙ্গা এলাকায় প্রকাশ্য দিবালোকে ৭টি হাতির তাণ্ডব এলাকা জুড়ে আতঙ্ক।

0
303

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- শুক্রবার দুপুর নাগাদ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর হাড়িভাঙ্গা এলাকায় ৭ টি হাতি ঢুকে পড়ে । যার ফলে ওই গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির হামলার হাত থেকে বাঁচার জন্য বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেয় গ্রামবাসীরা । হাতির দল গ্রামে ঢুকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়। বাড়িঘরের ক্ষতির পাশাপাশি মাঠে থাকা ফসলের ক্ষতি করে। প্রকাশ্য দিবালোকে গ্রামে হাতির দল তাণ্ডব চালানোর ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতর কে জানানো হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় ওই ৭ টি হাতি কে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। সেইসঙ্গে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য বন দফতরের পক্ষ থেকে জানানো হয় ।খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে বলে গ্রামবাসীরা জানান। জঙ্গলে এখন হাতির দল খাবার পাচ্ছে না। বিভিন্ন জঙ্গলে এক শ্রেণীর মানুষ আগুন লাগিয়ে দিচ্ছে। তাই জঙ্গলে থাকতে চাইছে না হাতির দল ।সেই সঙ্গে বিভিন্ন পশু পাখির ক্ষতি হচ্ছে । জঙ্গলে আগুন লাগানোর ফলে তাই হাতির দল এখন ঠিক আছে খাবারের সন্ধানে জঙ্গল ছড়িয়ে লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে ।যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে হাতি গুলির গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়েছে। তা সত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির তাণ্ডবে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।