জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাত সারাদিন আলুরগাড়িতে পাহারা দিলেও তবুও গাড়ি থেকে চুরি হচ্ছে আলুর বস্তা।এমন টাই অভিযোগ করল আলুর গাড়ির চালকরা।বেশ কয়েক দিন থেকে জলপাইগুড়ি র কয়েকটি হিমঘরে আলু রাখার জন্য একাধিক গাড়ির লাইন চোখে পড়ে।এরজন্য শত শত গাড়ির চালকদের কয়েক দিন রাত জেগে থাকতে হয়।কিন্তু হিমঘরে আলুর গাড়ি রাখার জন্য রাত জেগে ও চুরি হচ্ছে আলুর বসতা ।তাই চিন্তায় আছে আলুর গাড়ি রাখতে আসা কৃষক থেকে চালকরাও।তারা চান জেলা প্রশাসন আরও নিরাপত্তা যাতে এখানে বাড়িয়ে দেয়।