পুনরায় তৃণমূল পরিচালিত পুরো বোর্ড দখলে রাখতে, এখন থেকেই রাজনৈতিকভাবে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগস্ট মাসেই শেষ হতে চলেছে নদিয়ার কুপার্স পৌর বোর্ডের মেয়াদ। তাই কয়েক মাস পরেই জেলায় একমাত্র এই পুরসভায় ভোট হতে চলেছে। পুনরায় তৃণমূল পরিচালিত পুরো বোর্ড দখলে রাখতে, এখন থেকেই রাজনৈতিকভাবে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। পৌরসভার ১২ টি ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেতারা বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বিগত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন। পাশাপাশি শহরের মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ চাহিদা কথা তারা শুনছেন, কাগজে লিপিবদ্ধ করছেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত করছেন। যদিও শাসকদলের এমন কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপির।
কুপার্স পুরসভার ভাইস চেয়ারম্যান তথা শহর তৃণমূল সভাপতি দিলীপ কুমার দাস বলেন, সারা বছরই মানুষের সঙ্গে আমাদের জনসংযোগ থাকে। আমরা এর আগেও শহরের ৬ টি ওয়ার্ডের সার্ভে করে মানুষের অভাব অভিযোগ শুনেছি। বাকি ৬টি ওয়ার্ডে আমাদের সেই কাজই চলছে।
১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝর্ণা মণ্ডল বলেন, বর্তমান পুরো বোর্ডের কাজে আমরা খুশি। কাউন্সিলরদের আমরা বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবার চালুর কথা জানিয়েছি।
বৃহস্পতিবার দুপুরে শহরের ৭ ও ১০ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে নাগরিক পরিষেবা নিয়ে সার্ভে করার কাজ করতে দেখা গেল স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতাদের। তাদের নেতৃত্বে ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা শহর তৃণমূল সভাপতি দিলীপ কুমার দাস।
যদিও বিষয়টিকে কটাক্ষ করে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, পাঁচ বছরের উপরে কোনও কাজই হয়নি। সামনে ভোট, তাই স্বাভাবিক কারণেই ওরা এখন নাটক করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *