আবারো স্বমহিমায় ফিরে এল জয়রামবাটি মাতৃমন্দির।

0
374

আবদুল হাই, বাঁকুড়াঃ করোনা মহামারীর কারণে এক সময় থমকে গিয়েছিল সভ্যতার অগ্রগতির চাকা।সেক্ষেত্রে বাদ পড়েনি বাঁকুড়ার এক জনপ্রিয় প্রসিদ্ধ স্থান তথা জয়রামবাটী সারদা মায়ের মন্দিরও । করোনা পরিস্থিতির সময় থেকেই প্রায় সিংহভাগ সময়ই বন্ধ রাখা হত মতৃমন্দিরের দ্বার। মন্দিরে প্রসাদ বিতরণের ব্যবস্থাতেও করা হয় কাট ছাট ।কিন্তু ভক্তদের জন্য এক খুশির খবর উপহার দিল জয়রামবাটী মাতৃমন্দির কতৃপক্ষ। ১লা এপ্রিল থেকে জয়রামবাটি মাতৃমন্দিরের দরজা বন্ধ থাকার সীমারেখাকে টপকে বাড়ানো হল মন্দির খোলা রাখার সময়সীমা। যা কার্যত ভক্তদের কাছে এক খুশির খবর হিসেবেই বলা যায়।ইতিমধ্যেই মন্দির কতৃপক্ষের তরফে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে আগামি ১লা এপ্রিল থেকে মন্দির খোলা থাকছে সকাল ৬:৩০মিনিট থেকে সকাল ১১:৩০মিনিট পর্যন্ত। এবং বিকেল ৪:০০ টা থেকে রাতি ৮ :৩০মিনিট পর্যন্ত। ভক্তরা এ সময় এসে সারদা মায়ের পুরাতন এবং নতুন মন্দির ঘুরে দেখতে,সেখানে জপ এবং সন্ধ্যা আরতি দেখতে পারবে । তবে যাত্রীনিবাসের থাকার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে আথবা মন্দির কতৃপক্ষের মেল এর ওপর নির্ভর করতে বলা হয়েছে। সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়েই থাকছে প্রসাদ বিতরণের ব্যবস্থা । পাশপাশি মন্দির কর্তৃপক্ষের তরফে প্রাসাদ বিতরণের বিষয়েও জানানো হয় যে , প্রসাদ নিতে হলে সকাল ৯টা থেকে ১০:৩০এর মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এবং ১১:৩৫থেকে থেকে ভক্তরা প্রসাদ পাওয়ার কথা। আগের মতোই বসে খাওয়ানোর ব্যবস্থা রেখেছে মন্দির কর্তৃপক্ষ । তবে ভ্যাকসিন মাক্স স্যানিটাইজার সমস্তকিছুই নির্দেশিকা মেনে চলার কথা বলেছেন জয়রামবাটি মাতৃমন্দিরের পররূপানন্দ মহারাজ। এই খুশির খবর শুনে খুব আপ্লুত ভক্তরা।