উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের জলের বোতল দিয়ে শুভ কামনা।

0
265

সুদীপ সেন, বাঁকুড়া: ২ রা এপ্রিল ,২০২২ রাজ্যের সর্বত্র শুরু হলো এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

করোনার দীর্ঘ থাবা পরীক্ষার্থীদের এমনিতেই প্রস্তুতিতে যথেষ্ট ক্ষতি করেছে।
সেই কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের হোম সেন্টারের সুবিধা দেওয়া হয়।

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে উৎসবের মেজাজে শুরু হলো এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

বাঁকুড়া র জিলা স্কুলে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান শ্রী মতি অলকা সেন মজুমদার, বাঁকুড়া সদর মহকুমা শাসক শ্রী যুক্ত সুশান্ত কুমার ভক্ত, বাঁকুড়া সদর থানার আই, সি, শ্রীযুক্ত দেবাশিস পান্ডা, বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ উপস্থিত থেকে সকল পরীক্ষার্থীর হাতে জলের বোতল দিয়ে তাদের শুভ কামনা জানান।

বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলার ছাত্র, ছাত্রী রা যথেষ্ট ভালো রেজাল্ট করে।

তাদের সাফল্যের ও ভালো ফলের জন্য শুভ কামনা জানাতে তাঁরা এসেছেন।

শহরের বিশিষ্ট মানুষদের উপস্থিত হয়ে পরীক্ষার আগে উৎসাহিত করার কাজে যথেষ্ট অনুপ্রাণিত ও খুশি ছাত্র, ছাত্রী রাও।