কোচবিহার রেল স্টেশনের ওয়াটার সাপ্লাই ঘরে আগুন, চাঞ্চল্য।

0
446

মনিরুল হক, কোচবিহারঃ ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কোচবিহার শহরে। আজ সকাল ১১ টা নাগাদ কোচবিহার রেল স্টেশনের ওয়াটার সাপ্লাই এর ঘরে আগুন লেগে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনাস্থলে দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, শনিবার আচমকা বিকট আওয়াজ পান স্থানীয়রা। এরপর স্থানীয়রা ছুটে এসে দেখতে পান ওয়াটার সাপ্লাইের ঘর থেকে বিশাল আকার ধোয়া বেরোচ্ছে। এর পরেই স্থানীয়রা দমকলকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পরে দমকল কর্মীদের ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়বাসিন্দা তপন দাস বলেন, সকাল ১১ টা নাগাদ রেল স্টেশনের ওয়াটার সাপ্লাই ঘর থেকে বিকট শব্দ বেরতে থাকে এবং ধোয়া বেরতে থাকে। পরে দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সুত্রে জানা যায়, প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই। ঘতনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ওই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গিয়েছে। তবে কিভাবে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে? আর ক্ষয়ক্ষতি বা কি হয়েছে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায় নি।
ফের অগ্নি কাণ্ডের ঘটনা ঘটল কোচবিহারে। গতকাল রাতে পঞ্চরঙ্গী মোড় এলাকায় একটি গালামালের দোকানে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকানটির বেশীর ভাগ অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতিরা ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এনিয়ে ওই দোকানের মালিক অভিষেক সরকার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে,