নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পেরে খুশি প্রকাশ করলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

0
202

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পেরে খুশি প্রকাশ করলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।সকাল সকাল উচ্চ মাধ্যমিকের পরীক্ষাদের ভীড় জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ে।  দু’বছর অন লাইনে পড়াশুনা করার পর অফ লাইনে পরীক্ষা নিয়ে সামান্য উদ্বেগে আছে পড়ুয়ারা।

জেলার মোট ১৪০ টি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো।  পরীক্ষার্থীর সংখ্যা  ১৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে ৬ হাজার ৯২২ জন। অন্যদিকে ছাত্রী রয়েছে ৯ হাজার ২৪৩ জন। এদিকে জলপাইগুড়ি শহরে মোট ১৭ টি স্কুলে পরীক্ষা হবে। শহর থেকে মোট ১ হাজার ৫০৮ জন পরীক্ষা  দেবে। এর মধ্যে ছাত্র ৭২৫ জন, ছাত্রী ৭৮৩ জন।
এদিকে জানা গেছে হোম ভেনুতে পরীক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে প্রধান হলো, যে দিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেই দিন ওই বিষয়ের শিক্ষক শিক্ষিকারা ছুটিতে থাকবেন। এছাড়া ছাত্রছাত্রীদের কোন রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে বা হলে ঢুকতে দেওয়া হবে না। এর জন্য পরীক্ষা কেন্দ্রের গেটেই সার্চ করা হবে। আবার প্রতিটি কেন্দ্রে একজন করে স্পেশাল অবজার্ভার থাকবেন। অন্যদিকে করোনা সতর্কতা হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীকে থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে। কারো শারীরের তাপমাত্রা ১০০ বেশী পাওয়া গেলে তাকে পৃথক ঘরে পরীক্ষা দিতে হবে। এর থেকে বেশী হলে হাসপাতালে পাঠান হবে। এর জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতাল ছাড়াও প্রতিটি ব্লক হাসপাতালে বেডের ব্যবস্থা রাখার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর কে বলা হয়েছে।  যুগ্ম সম্পাদক জানান জেলাতে ১৯ টি প্রধান ভেনু করা হয়েছে।