শনিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,যান নিয়ন্ত্রণে রাস্তায় কাঁথি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

0
289

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার থেকে থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এই বছর হোম সেন্টারে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। তবুও পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কোনো রকম অসুবিধা না হয় সে জন্য একেবারে পথে নেমে পড়লেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী। আজ সকাল থেকে কাঁথির কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে যান নিয়ন্ত্রণ করতে দেখা গেল তাকে। যাতে কোনভাবে যানজট তৈরি না হয় এবং পরীক্ষার্থীরা সমস্যায় না পারেন সেজন্য এই উদ্যোগ কাউন্সিলরের। এইদিন কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী জানান আমার ওয়ার্ডে যাতে সকল পরীক্ষার্থী সময় মতো তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে প্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব, তাই সকাল থেকেই যান নিয়ন্ত্রণের পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষাকেন্দ্রে পরিদর্শন করছি।