নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জাতীয় r,b,tar,অসিত বরণ চৌধুরীর উপস্থিতে জলপাইগুড়ি তে চলছে অনুর্ধ আঠারো জাতীয় দাবা প্রতিযোগিতা।জাতীয় পর্যায়ের খেলাতে যারা এখানে ভালো ফল করবে তারাই অংশগ্রহণ আগামী তে করতে পারবে।জাতীয় r,b,tar আজ এই খেলাতে এসে খেলোয়াড়দের উৎসাহ দেন।তিনি বলেন জলপাইগুড়ি তে অনেকপ্রতিভাবান খেলোয়াড় রয়েছে।যারা আগামী তে জাতীয় খেলাতে অংশগ্রহণ করে প্রসংনীয় ফল করতে পারবে।
শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় দাবা প্রতিযোগিতাটি। ,জেলা দাবা সংস্থার উদ্দ্যেগে চলছে খেলাটা।
অনুর্ধ আঠারো এবং গার্লস দের মধ্যে এই টুর্নামেন্টে আগামী পাঁচ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Leave a Reply