রাতের বৃষ্টিতে ভেসে গেলো ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যমুনা নদীর ওপর বাঁশের সাঁকো, সমস্যায় বারুনী মেলায় আগত পুণ্যার্থীরা।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রাতের বৃষ্টিতে ভেসে গেলো ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যমুনা নদীর ওপর বাঁশের সাঁকো, সমস্যায় বারুনী মেলায় আগত পুণ্যার্থীরা।

অন্যান্য বছরের ন্যায় এবারও জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী  বেরুবাড়ীতে মধু কৃষ্ণ এয়োদশী তিথিতে ১৪৩ তম প্রাচীন  এবং পবিত্র বারুনীর মেলা এবং স্নান, তবে এবার শনিবার রাতের অকাল বর্ষণে মেলায় পৌঁছনোর জন্য  একমাত্র ভরসা যমুনা নদীর ওপরের বাঁশের সাঁকোটি ভেসে যাওয়ায় বড় ধরণের সমস্যায় পরতে হলো  দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের।
উল্লেখ্য, গত কয়েক দিন থেকেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, শনিবার রাতে জলপাইগুড়ি সহ সীমান্তবর্তী এই ধোলাবাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, সেই জলের তোড়েই ভেসে যায় যমুনা নদীর ওপর বানানো অস্থায়ী বাসের সাঁকোটি , তবে স্থানীয়রা মিলে ভেসে যাওয়া সাঁকোটি মেরামত করে পুনরায় মেলায় পৌঁছনোর কাজ শুরু করেছে ইতিমধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *