আলু বোঝাই সারি সারি গাড়ি দিয়ে বাড়ির প্রবেশ পথ বন্ধ, বিপাকে রুগী থেকে স্থানীয়রা।

0
278

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- আলু বোঝাই সারি সারি গাড়ি দিয়ে বাড়ির প্রবেশ পথ বন্ধ, বিপাকে রুগী থেকে স্থানীয়রা।

বিগত কয়েক সপ্তাহ থেকেই হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন পথঘাট কার্যত সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতের জন্য বন্ধ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পথঘাট যানজট মুক্ত রাখার জন্য পুলিশ মাইকে প্রচার করার পরেও বদলায়নি পরিস্থিতি।
রোববার জলপাইগুড়ি শহরের ৭৩ মোড় সংলগ্ন একটি হিমঘরের সামনে  আলু রাখতে আসা ট্রাক ,ট্রাক্টর দিয়ে কার্যত অবরুদ্ধ হয়ে আছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির প্রবেশ পথ, আর এই নিয়েই রোববার সকাল থেকেই উত্তেজনা এলাকায়। স্থানীয় এক বাসিন্ধা জানালেন, এমন ভাবে বাড়িতে ঢোকার মুখ আটকে দাঁড়িয়ে আছে আলু বোঝাই গাড়ি যে আমার স্বামী অসুস্থ্য চিকিৎসকের কাছ থেকে ফিরে নিজের বাড়িতেই ঢুকতে পারছিলেন না। অপরদিকে এক গাড়ি চালক জানান আমরা গত পাঁচ ছয় দিন থেকে না খেয়ে এই খানে পরে আছি কিন্তু গাড়ি হিমঘরে ঢোকাতে পারছি না।

যদিও এক আলু ব্যাবসায়ী জানান, আমরা বাড়িতে ঢোকার পথ ছেড়ে গাড়ি রাখছি, কিন্তু কিছু স্থানীয় ছেলে সেই ফাঁকা জায়গায়  বেআইনি ভাবে গাড়ি ঢুকিয়ে বাড়িতে ঢোকার পথ আটকে দিচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও খুব একটা সুরাহা হয়নি সমস্যার এমনটাই জানালেন এক পথচারী।