সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :– রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকে রাজ্যের বিভিন্ন থানা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। এবার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা থানার পুলিশ তিন দুষ্কৃতি কে গ্রেফতার করলো। পাশাপাশি ধৃতদের জিঞ্জাসাবাদ করে তল্লাশি অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র সহ ৪২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৩১ রাউন্ড কার্তুজ ১২ বোরের এবং ৮ এমএম বোরের ১১ টি কার্তুজ রয়েছে। পুলিশ সুত্র জানা গিয়েছে শনিবার রাতে গোসাবা থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে যে ‘প্রত্যন্ত দুলকি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র মজুত করেছে।’
এমন খবর পেয়ে গোসাবা থানার আধিকারীক সৌমেন বিশ্বাসের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে রাতের অন্ধকারে তল্লাশি অভিযান চালিয়ে প্রদীপ মন্ডল,সুমন মন্ডল ও জাহাঙ্গীর শেখ নামে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি বন্দুক সহ ৪২ রাউন্ড কার্তুজ।পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।