প্রয়াস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির।

0
288

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সেবা, স্বাস্থ্য, ক্রীড়া, উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবার ব্রত নিয়ে চলেছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত চিনপাই গ্রামের প্রয়াস ক্লাব। কিন্তু আজ আবারও একটি সমাজসেবা মূলক কাজে যুক্ত হল এই ক্লাব। রক্তদান মানে জীবনদান দান। এই অর্থকে সামনে রেখে এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে আজ রবিবার ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে রক্তের ঘাটতি দেখা যাচ্ছে। তাই রক্তের ঘাটতি মেটাতে প্রয়াস ক্লাবের এই মহান উদ্যোগ। এদিন এই শিবিরে মোট ৪০ জন রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন চিনপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ মজুমদার, সদাইপুর থানার ওসি মিকাইল মিঞা, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, চিনপাই গ্রাম পঞ্চায়েত প্রধান বিপদতারন ডোম, চিনপাই অঞ্চল তৃনমূল কংগ্রেস কনভেনার গৌর সুন্দর মিত্র, কোর কমিটির সদস্য সেখ বারিক, মাসুদ করিম মন্ডল, তুলসী দাস, সেখ জাহির সহ ক্লাবের সদস্যরা। প্রয়াস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামাদাস চ্যাটার্জি জানান, আমরা বিগত তিন বছর ধরে রক্তদান শিবির করে আসছি। আমাদের মূল উদ্দেশ্য, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি।