Nitish Model এর প্রচার অভিযান, জনসংযোগ কর্মসূচি তে পূর্ব মেদিনীপুর জেলার এগরা তে।

0
390

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ Nitish Model এর প্রচার অভিযান, জনসংযোগ কর্মসূচি তে পূর্ব মেদিনীপুর জেলার এগরা তে তাজপুর হেঙ্গুনবারি, হয়ে শ্যামপুর ,দক্ষিণ বার্ড,মহান সমাজবাদী নেতা, প্রজা সোশ্যালিস্ট পার্টির প্রাক্তন MLA বিভূতি ভূষণ পাহাড়ী মহাশয় এর জন্মভূমি,প্রাক্তন Janata party র সাংসদ বিশিষ্ট সমাজবাদী নেতা অধ্যাপক সমর গুহ মহাশয় এর কর্মভূমি,(দুব্দা বেসিন) , জনতা পার্টি র নেত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আভা মাইতি র কর্মভূমি,এই পূণ্যভূমি,মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু, অজয় মুখার্জী, সুশীল ধারা, মাতঙ্গিন হাজরা, ঈশ্বর চন্দ্র মাল, রাসবিহারী পাল, সুধীর চন্দ্র দাস, সৌদামিনি পাহাড়ী, মহাশয়,মহাশয়া, দের পদধূলি তে ধন্য এই মেদিনীপুর জেলা র পূণ্যভূমি কে প্রনাম করলাম,তার সাথে সাথে Nitish Model এর প্রচার, দলতন্ত্র মুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা,মদ মুক্ত, হিংসা মুক্ত বাংলা গঠন, দূর্নীতি মুক্ত, দলতন্ত্র মুক্ত শিক্ষা ব্যাবস্থা প্রণয়ন ,উন্নয়ন,কর্ম সংস্থান, সকলের জন্য,এই প্রচার অভিযান চালানো হয়,
উপস্থিত ছিলেন Janata Dal United এর National Council Member Ashoke Das,Nitish Brigade এর তারাপদ মাল,সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।এর সাথে সাথে মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।