পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার প্রাক্তন বিধায়ক ইলিয়াস মহম্মদ। সোমবার সকালে তার শেষনিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর, সিপিএমের বিধায়ক ছিলেন তিনি। স্বাভাবিকভাবে প্রাক্তন বিধায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জেলাজুড়ে । জানা গিয়েছে ২০০১ এবং ২০০৬ সালে সিপিএমের বিধায়ক ছিলেন তিনি। পাশাপাশি তাঁর মৃত্যুতে শোকাহত পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহল।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রয়াত নন্দীগ্রাম বিধানসভার প্রাক্তন বিধায়ক ইলিয়াস মহম্মদ,শোকাহত জেলার রাজনৈতিক মহল।