শুরু হলো জেলা পরিষদ প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীন হস্ত শিল্প তাঁত ও বস্ত্র শিল্প।

0
399

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সোমবার থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীন হস্ত শিল্প তাঁত ও বস্ত্র শিল্প অধিকার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং জেলা পরিষদের সহায়তায় চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রর্দশনী মেলা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাঙ্গনে। রাজ্যের মধ্যে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলায় চৈত্রকালীন তাঁত মেলা। প্রতিবছর এই মেলা হয় দুর্গাপূজা র আগে। রাজ্যের তাঁত শিল্প কে বাঁচাতে এবং গ্ৰামীন অর্থ উপার্জন বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করা হয়েছে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা,সহ -সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, শ্যামপদ পাত্র, সহ অন্যান্য কর্মাধ্যক্ষগন, বিশিষ্ট ব্যাক্তিগন। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের ক্ষুদ্র মাঝারি বস্ত্র শিল্পের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। প্রায় ১০০ টি স্টল এসেছে এই মেলায়। মেলা চলবে আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত।