বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- রাজ্য জুড়ে পুলিশী অভিযানে একাধিক থানা এলাকায় বোমা উদ্ধার হচ্ছে। উল্লেখ্য, বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেখানে যা আছে উদ্ধার করতে। তাই বীরভূম জেলার একাধিক থানা এলাকায় বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার ওসি সন্তোষ ভকত গোপন সূত্রে খবর পেয়ে বারাবন জঙ্গলে পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের পাশে একটি ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের জার ভর্তি আনুমানিক ৩০-৩২ টি তাজা বোমা উদ্ধার করেন। লোকপুর থানার পুলিশ জায়গাটি ঘিরে ফেলে এবং সিআইডি বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে বোমা গুলি নিষ্ক্রিয়করনের জন্য। পাশাপাশি অন্য কোথাও বোমা রয়েছে কিনা তা খোঁজ চলছে। সেই সাথে বোমা গুলি কারা, কি উদ্দেশ্যে এখানে মজুদ করেছিল তা খতিয়ে দেখছে লোকপুর থানার পুলিশ।
Leave a Reply