একটি বেসরকারি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি এলাকায়।

0
266

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  একটি বেসরকারি নার্সারী স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকায় । জানা গিয়েছে মঙ্গলবার নাগাদ ক্লাস চলাকালীন কাঁথি শহরে ঐতিহ্যবাহী ” স্কুল ডি লাইট ” বেসরকারি নার্সারি স্কুল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ক্লাসের সমস্ত শিশু পড়ুয়াদের বাইরে বের করে দেওয়া হয় তড়িঘড়ি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি সহ নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি সহযোগিতায় স্কুলের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল জুড়ে, পরে স্কুল ছুটি দেওয়া হয়।তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের বলে পুলিশের প্রাথমিক অনুমান। কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি বলেন ” পুরসভার এসে খবর পেয়ে স্কুলে ছুটে যায়। স্কুলের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোন শিশু আহত হয়নি। দমকল আসার আগেই কিছুটা নিয়ন্ত্রণে আনা হয় “। স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র অঞ্জন ধারা বলেন ” আমি স্কুলে ক্লাসে বসে লিখছিলাম। হঠাৎ করে আগুন দেখতে পাই। স্কুলের শিক্ষিকরা বললেন আগুন লেগে গেছে। আমরা তখন ক্লাস থেকে বেরিয়ে পড়ি “।