ঘরের দোর গোড়ায় পানীয় জল পেলেও সন্তুষ্ট নন গ্রামবাসীরা।

0
471

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: – সরকারী ভাবে উদ্যোগ গ্রহণ করে জনস্বাস্থ্য কারিগরী দফতর(পিএইচইডি)গাড়ির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে পানীয় জল। ঘরের দোর গোড়ায় পানীয় জল পেলেও সন্তুষ্ট নন গ্রামবাসীরা। ঘটনাস্থল ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের ইটখোলা মোড় সংলগ্ন ১৭ বিঘা গ্রামের সাধারণ মানুষ।
স্থানীয় সুত্রে জানাগিয়েছে বিগত প্রায় ছয় মাস আগে থেকেই এলাকার পানীয় জলের নলকূপ খারাপ হয়ে যায়। পাশের গ্রাম থেকে পানীয় জল সংগ্রহ করেই চলছিল। বর্তমানে গ্রীষ্মের দাবদাহে মাঠঘাট ফুটিফাটা হয়েগিয়েছে। এমনকি এলাকার পুকু,খাল-বিল শুকনো হয়ে গিয়েছে।ভূ-গর্ভস্থ জলস্তর হু হু করে নীচে নেমে যাওয়া আরো প্রকট ভাবে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।এমত অবস্থায় গ্রামের মানুষজন একত্র হয়ে বিগত কয়েকদিন আগেই পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রশাসনের হস্তক্ষেপে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এরপর এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য জনস্বাস্থ্য কারিগরী দফতরের উদ্যোগে সকালে ও বিকালে করে গাড়ির মাধ্যমে পানীয় জল দেওয়া হয় গ্রামবাসীদের।তবে সরকারী ভাবে এমন উদ্যোগে তারা সন্তুষ্ট নন।গ্রামবাসীদের দাবী ‘এলাকার অকেজো নলকূপ গুলো সংস্কার করা হলে ভালো হবে। প্রয়োজনে সরকার নতুন নলকূপ বসানোর উদ্যোগ নিক। তাহলে স্থায়ী ভাবেইষপানীয় জলের সমস্যার সমাধান হবে।তাষনা হলে আগামী দিনেও পানীয় জলের সংকট প্রকট হারে বাড়বে।