চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ইংরেজবাজার পুরসভার রেল লাইনের ওপারে নিকাশি নালার এবং জলাজমি ভরাটের তদারকি করলেন কৃষ্ণেন্দু চৌধুরী।

0
211

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ইংরেজবাজার পুরসভার রেল লাইনের ওপারে নিকাশি নালার এবং জলাজমি ভরাটের তদারকি করলেন কৃষ্ণেন্দু চৌধুরী। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট পুরসভার ২৫ এবং ২৯ নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় জবরদখল , বেআইনি ভরাট এবং নিকাশি নালার খানিকটা অংশ জুড়ে বিভিন্ন ধরনের নির্মাণ হওয়ার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে সরেজমিনে ওই দুই ওয়ার্ড পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি বলেন, নিকাশি নালার দখল করে যদি কোনো নির্মাণ হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । কারণ, বৃষ্টি হলেই এইসব এলাকায় জল জমার সমস্যার কথা শুনেছি । কোনরকম ভাবে বেআইনি ভরাট বরদাস্ত করা হবে না। শহরের নিকাশি ব্যবস্থা সমাধানে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

বলাবাহুল্য, ইংরেজবাজার পুরসভার ২৫ এবং ২৯ নম্বর ওয়ার্ডটি পাশাপাশি । এই দুটি মালদা শহরের রেল লাইনের ওপারে অবস্থিত ।  ওই দুটি ওয়ার্ডে বর্তমানে একাধিক বহুতল, বাজার গজিয়ে উঠেছে।  এই এলাকার চাত্রা বিল হয়ে পুরসভার আরো বেশ কয়েকটি ওয়ার্ডের বৃষ্টির জল নিকাশি হয়ে থাকে। কিন্তু ওই এলাকার অনেক জায়গা দখল করে গজিয়ে উঠেছে বাড়িঘর। এছাড়াও বেআইনিভাবে জলাজমি ভরাটেরও অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে । আর এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এদিন পুরসভার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্তাদের নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।