পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ আরি বারো মাসে তেরো পার্বনের মধ্যে মনসা দেবীর আরাধনায় মেতে ওঠে সকল বাঙালি সম্প্রদায়ের মানুষ। প্রত্যেক বছরের মতো এই বছরও পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের মহিষা এলাকায় মহা ধুমধামের সঙ্গে মনসা দেবীর আরাধনায় মেতে ওঠে বহু মানুষ, জানা গিয়েছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই পুজো, এই মনসা দেবী আরাধনার পাশাপাশি মেলার আয়োজন করা হয়, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলায়, জানা গিয়েছে প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে এই পুজোর আয়োজন করা হয়, পাশাপাশি জানা গিয়েছে এই মেলা জেলার সর্ববৃহৎ হিসেবে পরিচিত।
Home রাজ্য দক্ষিণ বাংলা মনসা দেবীর আরাধনায় মেতে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার মহিষা এলাকার মানুষজন আয়োজন...