৪২ টি হাতির পায়ে পিষ্ট প্রায় ত্রিশ বিঘা ধান জমি ।

0
286

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামগুলিতে হাতির তান্ডব কিছুতেই পিছু ছাড়ছে না । বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে থেকে রবিবার প্রায় 40 থেকে 42 বুনো হাতি পাঞ্চেত ডিভিশনে পাঠানো হয়েছে এবং সেই হাতি এবার রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে প্রায় ত্রিশ বিঘা ধান জমি নষ্ট করেছে এমনটাই অভিযোগ ধান চাষীদের । মঙ্গলবার এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় । বিষ্ণুপুর রেঞ্জের রাধামাধবপুর গ্রাম সংলগ্ন প্রায় ত্রিশ বিঘা জমি রাতের অন্ধকারে বুনো হাতির দল পায়ে পিষে নষ্ট করে । বর্ষায় এবার ভালো ধান হয়নি শেখানেও হাতির তান্ডবের মুখে পড়তে হয় ধান চাষীদের । অনেকে বোরো ধান চাষ করেছিলেন দুটো পয়সা ঘরে তোলার জন্য কিন্তু এবারও বাধ সাধল বুনো হাতির তান্ডব । কৃষকদের অভিযোগ হাতি এলাকায় এসেছে কিন্তু বনদপ্তর তাদের জানায়নি পাশাপাশি হাতে গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনরকম উদ্যোগ বনদপ্তরের নেই । স্বাভাবিকভাবেই চাষীদের মধ্যে ক্ষোভ বাড়ছে । আগামী দিনে ছেলেমেয়েদের নিয়ে সারা বছর কিভাবে সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের ।