সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত সংগঠন অদ্বিতীয়ার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় সভা গৃহে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত সংগঠন অদ্বিতীয়ার পক্ষ থেকে বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় সভা গৃহে। এইদিন এই রক্তদান শিবিরে সমস্ত রক্তদাতারাই ছিলেন মহিলা। জঙ্গল মহলের অবিসংবাদিত দলিত নেত্রী রানী শিরোমনি র কারা বরণ দিবস কে স্মরণ করে এই রক্ত দান শিবির বলে জানা গিয়েছে। অদ্বিতীয়ার পক্ষ থেকে এর আগেও বেশ কিছু সমাজ সেবা মূলক কাজ করে প্রশংসা কুরিয়েছে। আজকের রক্তদান শিবিরের বিশেষ আকর্ষণ ছিল বেশ কয়েকজন ১৮ থেকে ২০ বছর বয়সী ছাত্রী রা জীবনে প্রথম বার রক্তদান করলেন এবং তারা আজ রক্তদান করে যথেষ্ট উচ্চসিত, কঙ্কনা মন্ডল, সৃষ্টি সিংহ ও টিনা শাসমল,
আজ শিবিরে মোট ৪২ জন মহিলা রক্তদাতা রক্ত দান করেন। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, দিনেন রায়, তীত্যঙ্কর ভগৎ, বিদ্যুৎ পাল, রশোনারা খান, কবিতা দাস, আনন্দ গোপাল মাইতি, চন্দন বসু, সত্য ব্রত দোলই, সুব্রত মহাপাত্র, নরসিংহ দাস, জয়ন্ত মন্ডল, রুমা মন্ডল, প্রতিমা রানা প্রমুখ,অদ্বিতীয়ার পক্ষে উপস্থিত ছিলেন পাঞ্চালি চক্রব,র্তী মৃদুলা ভূঁইয়া, মৌসুমী ভট্টাচার্য, রুমা কর, সবিতা সাহা, চৈতালি চক্রবর্তী, সীক্তা শুই,মনোয়ারা বেগম, টুয়া সাঁতরা,কৃষ্ণ রায় রুপা পরিয়া, সহ আরো অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *