কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফের বাণিজ্যিক ব্যাংকগুলোর ফিটনেস ফি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধির প্রতিবাদে সরব হলো বাস মালিক সংগঠন।

0
228

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফের বাণিজ্যিক ব্যাংকগুলোর ফিটনেস ফি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধির প্রতিবাদে সরব হলো বাস মালিক সংগঠন। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে রীতিমতো ক্ষোভ উগরে দেয় উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামানিক। রবিবার রায়গঞ্জের সংগঠনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।তিনি জানিয়েছেন গত চৌঠা অক্টোবর কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বাণিজ্যিক বড় বাস গুলির বাৎসরিক ফিটনেস ফি বাড়ানো হয় ।নির্দেশিকায় বলা হয়েছে যেখানে আগেই গাড়ির ফিটনেস ফ্রি আটশ টাকা ধার্য করা হয়েছিল সেখানে এখন ফ্রি বেড়ে গেল তেরো হাজার পাঁচশ টাকা। যার ফলে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা ।সেই সঙ্গে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাদৃশ্য নেই গাড়ি ভাড়ার। পাশাপাশি ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে নিয়ন্ত্রনহীন টোল ট্যাক্স ।যার কারণে গাড়ি বের করা দুঃসহ হয়ে উঠেছে ।তাই অবিলম্বে সমস্যার সমাধানের দাবিতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন ।ইতিমধ্যেই বিষয়টি জয়েন কাউন্সিল সিন্ডিকেট এ জানানো হয়েছে ।সেখানে বিষয়টি নিয়ে রাজ্য স্তরে আলোচনাও চলছে।এছাড়াও দুই দিনাজপুর মালদা ও দার্জিলিং এই চার জেলায় বাস মালিকদের মধ্যে ও বাস বন্ধ রাখার বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্লাবন বাব ।