নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো যুব তৃণমূল। বুধবার বিকালে জটেশ্বরে যুব তৃণমূলের কর্মী সমর্থকরা ফালাকাটা ব্লকের জটেশ্বরের পেট্রোল পাম্পে গিয়েও বিক্ষোভ দেখান। তারপর সেখান থেকে তেল না ভরিয়ে দড়ি বেধে গাড়ি টেনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন। এদিন যুব নেতা দেবজিৎ পাল জানান, ‘প্রতিনিয়ত পেট্রোল ডিজেলর মূল্যবৃদ্ধি ঘটে চলেছে, এরেই প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন লাগাতার জারি থাকবে বলে জানান তিনি।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো যুব তৃণমূল।