ভগবানগোলা রেল স্টেশন ম্যানেজার কে লিখিত ডেপুটেশন।

0
234

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা:-  ভগবানগোলা স্টেশনের কাছে ১৬০ ও ১৬১ নম্বর রেলগেটের মাঝে আন্ডার পাস তৈরি হচ্ছে । রেলসুত্রে খবর ওই আন্ডার পাস তৈরি হয়ে গেলেই ওই গেট দুটি বন্ধ করে দেওয়া হবে । ওই গেট দুটি বন্ধ হলে ভগবানগোলা ব্লক ১ থেকে ভগবানগোলা ব্লক ২ যাওয়ার মেন রাস্তা বন্ধ হয়ে যাবে ও বড়ো গাড়ি চলাচলে অসুবিধে হবে । বৃষ্টির সময় ওই আন্ডার পাস এ জমা জল কিভাবে বার করা হবে বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার রাত্রে ভগবানগোলা ব্লক ১ এর সমস্ত রাজনৈতিক দলগুলির সভাপতিরা মিলে সর্বদলীয় বৈঠক করে ভগবানগোলা রেল স্টেশন ম্যানেজার কে একটি লিখিত ডেপুটেশন জমা দেন।