নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা জেলা পরিষদের পক্ষ থেকে মানিকচক গঙ্গাঘাটের নৌকা মাঝিদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হল।
জানা গেছে,আন্তরাজ্যে সীমান্ত মানিকচক ঘাট।এই গঙ্গানদীর জলপথ দিয়ে প্রতিদিন আনুমানিক কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে।এই জলপথ দিয়ে ভ্যাসেল করে সাধারণ মানুষ যাতায়াত করলেও।এখনো অনেক মানুষ নৌকা চেপে গঙ্গানদী পারাপার হয়।নৌকা মাঝি এবং যাএীদের নৌকা দূর্ঘটনা থেকে বাঁচতে।বুধবার, প্রায় ৪০ টি জীবন বয়া সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়।
উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সভাধিপতি এটি এম রফিকুল হোসেন,মানিকচক থানার আইসি অক্ষয় পাল,মালদা জেলা পরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন,মোয়াজ্জেম হোসেন,সৈহিদুল হক সহ অনান্যরা। নৌমাঝিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরনের পাশাপাশি নৌমাঝিদের উদ্দেশ্যে সচেতন করা হয়।
বাইট;এটি এম রফিকুল হোসেন,
মালদা জেলা পরিষদ সভাধিপতি।
মোয়াজ্জেম হোসেন,জেলা পরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন,প্রতিনিধি।