তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম : – বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসের সিধু কানু হলে বিধবা ভাতার পরিষেবা প্রদান করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন মোট একশো জন মহিলার হাতে বিধবা ভাতার সার্টিফিকেট তুলে দেয়া হয় । আরও জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকে প্রায় সাড়ে এগারো হাজার মহিলা বিধবা ভাতার উপভোক্তা রয়েছেন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত, ঝাডগ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ , ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু , বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা সহ একাধিক ব্যক্তিত্ব । এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পের মাধ্যমে নারীশক্তিকে অনেকটা এগিয়ে দিয়েছে । তিনি মহিলাদের প্রাধান্য দেয়ার জন্য তাদের নামে স্বাস্থ্য সাথী কার্ড দেয়া হচ্ছে । গতবারের ভোট মহিলাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে স্বনির্ভর করতে সাহায্য দেবে রাজ্য সরকার ,যাতে তাদের স্বামী বা ছেলের কাছে হাত পাততে না হয় । তা কিন্তু তিনি করেছেন । আমি আশা করবো যে এই সামাজিক প্রকল্প গুলির মাধ্যমে জঙ্গলমহলের দরিদ্র নিপীড়িত মানুষদের উপকার হবে ।