বেতন বৈষম্যের প্রতিবাদে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে বিক্ষোভে ফেটে পড়ল নার্সিং কর্মীরা।

0
281

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ চত্বরেই নার্সেস ইউনিটির ব্যানারে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করে নার্সিং কর্মীরা। হাসপাতালের সমস্ত পরিসেবা সচল রেখে কর্মরত প্রায় দুশো নার্সিং কর্মী এই বিক্ষোভ অবস্থানে অংশ নেয়।

আন্দোলনরত নার্সিং কর্মীদের দাবি তাঁরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সাড়ে তিন বছরের নার্সিং ডিপ্লোমা কোর্স করে রাজ্য সরকারের ৯ নম্বর স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। কিন্তু রাজ্য সরকারের বহু দফতরে দশম শ্রেনীর পর ডিপ্লোমা কোর্স করে রাজ্য সরকারের ১২ তম স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। নার্সিং কর্মীদের দাবি সম কাজ ও সম যোগ্যতায় সমান বেতন হওয়া উচিৎ। কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তাঁদের বঞ্চিত করে এসেছে। অবিলম্বে এই বেতন বৈষম্য দূর না করলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন নার্সিং কর্মীরা।