মনিরুল হক, কোচবিহার :- একেই চৈত্র মাসের হঠাৎ বৃষ্টিতে চাষিদের মাথায় হাত। ক্ষতির মুখে পড়েছেন ভুট্টা, পাট, তরমুজ, আলু চাষিরা। তারই মাঝে বৃহস্পতিবার কাকভোরে মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা, লতাপাতা উনিষবিষা,রুইডাঙা গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙেছে বেশকিছু বাড়ির, সুপারি গাছ। ক্ষতি হয়েছে ভুট্টা ও পাট, গম খেতের।
স্থানীয় বাসিন্দা ধনেশ্বর বর্মন জানান, তাঁর প্রায় আট বিঘা জমির গম গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বেশকিছু জমিতে ভুট্টা চাষ করেছিলেন কিন্তু বৃষ্টির কারণে সেগুলো ডুবে গিয়েছে কোন বিকল্প পদ্ধতি নেই । অন্যদিকে মাথাভাঙা 2 ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়ও ঝড় বৃষ্টির জন্য প্রায় 8 বিঘা আলুক্ষেত জলের নিচে রয়েছে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকেরা ।।
এব্যাপারে মাথাভাঙ্গা ২ ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার জানান, ঝড়ে ক্ষতির খবর পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে মাথাভাঙ্গা ২ ব্লকের ব্লক সহ কৃষি অধিকর্তা মলয়কুমার মণ্ডল জানান, কৃষি দপ্তরের এক প্রতিনিধি দল ব্লকের বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছে। কৃষকদের সহযোগিতা করতে সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে।