মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল ,ঘটনাস্থলে পুলিশ।

0
343

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:-  বৃহস্পতিবার তৃনমূল ছাত্র সংগঠনের গোষ্ঠী কাজিয়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ চত্বর। তৃণমূলের একটি গোষ্ঠী এদিন জুনিয়র ডাক্তারদের একটি নতুন সংগঠন গড়তে সভা ডেকে ছিল । সভা শুরু হওয়ার পরেই বাধা দিতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের অন্য গোষ্ঠী ।  দুই গোষ্ঠীর বচসায় উত্তাল হয়ে ওঠে কলেজ।  কলেজের অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা বলেন, কলেজের জুনিয়র ডাক্তাররা  অডিটোরিয়ামে সভা করে সংগঠন তৈরীর জন্য অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতিই দেওয়ায়  ছাত্রদেরই একটি অংশ সভায়  বহিরাগতদের প্রবেশ নিয়ে আপত্তি করায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ঘিরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তিনি পুলিশ ডাকেন। পরে  পরিস্থিতি শান্ত হয়। কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি সেক সায়েদ বলেন, ছাত্রছাত্রীদের পরিক্ষা চলার সময় অধ্যক্ষ কলেজের মধ্যে বহিরাগতদের মিটিং করার জন্য অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়ায় তারা প্রতিবাদ  করেছেন। যার ফলে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয়। তাই মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ চত্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাস্থলে এসে কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।