সকাল থেকে দশ টাকার স্ট‍্যাম্প পেপার কেনার উপচে পড়া ভিড় নদীয়ার শান্তিপুরে।

0
349

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী আবাস যোজনার আবু জানে অবশ্যকীয় করা হয়েছে সরকারি 10 টাকা দামের স্ট্যাম্প পেপার‌। শান্তিপুর পৌরসভার পক্ষ থেকেও সেই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যার ফলে বিগত চার দিন ধরে 10 টাকা স্ট্যাম্প পেপারে আকাশ দেখা দিয়েছে গোটা শান্তিপুর জুড়ে। সুযোগ হাতছাড়া না করতে অনেকে কুড়ি টাকা পঞ্চাশ টাকা এমনকি একশ টাকা পর্যন্ত দামের স্ট্যাম্প পেপার কিনে আগেভাগে আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকেই, এরপরে সরকারের লাভ হলেও অপ্রয়োজনে অর্থ নষ্ট হচ্ছিল সাধারণ মানুষের। তবে আজ তা পর্যাপ্ত পরিমাণে আসার কারণে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে গৃহ আবাস যোজনায় আবেদনকারীরা তা সংগ্রহ করছেন। তবে স্টাম্প ভান্ডার এর পক্ষ থেকে বিজন ঘোষ জানান, আশা করা যায় এখন থেকে প্রত্যেককে 10 টাকার স্ট্যাম্প দেওয়া সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here