মাওবাদীদের ডাকা বাংলা বনধ ব্যাপক সাড়া ফেলল জঙ্গলমহলে।

0
308

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা :- মাওবাদীদের ডাকা বাংলা বনধ ব্যাপক সাড়া ফেলল জঙ্গলমহলে। শুক্রবার সকাল থেকে রাস্তায় কোন যানবাহনের দেখা নেই। কেবলমাত্র হাতেগোনা কয়েকটি সরকারি বাস দেখা গিয়েছিল। ঝাড়গ্রাম শহর থেকে শুরু করে পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির প্রায়ই সমস্ত দোকানপাট বন্ধ ,খাঁ খাঁ করছে রাস্তাঘাট। ঝাড়গ্রাম, দহিজুড়ি, বিনপুর শিলদা ,বেলপাহাড়ি ,বাঁশপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় বনধের ব্যাপক সাড়া পড়েছে । বেলপাহাড়ি বাজারের এক বাসিন্দা মাওবাদীদের বনধ প্রসঙ্গে বলেন, যখন রাজনৈতিক দল গুলির চুরি বেড়ে গেলে মাওবাদীরা বনধ ডাকে প্রতিবাদ করে আর মানুষ এই চুরির বিরুদ্ধে মাওবাদীদের বনধকে সমর্থন করে । তাই আজ বেলপাহাড়ীর সমস্ত বাজার দোকান বন্ধ । কেউ কেউ আবার বলছেন, আজ তো মাওবাদীদের ডাকা বন্ধ তাই কেউ দোকানপাট খুলতে রাজি নেই ।

বেশ কয়েকদিন ধরে ৮ তারিখ বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছিল । বনধের সমর্থনে পোস্টারের পাশাপাশি বনধ না মানলে মাথা কেটে নেয়ারও হুমকি দিও পোস্টার উদ্ধার হয় । বৃহস্পতিবার বেলপাহাড়ির লবনী এলাকায় একটি সক্রিয় ল্যান্ডমাইন উদ্ধার হয় । সিআরপিএফ, বেলপাহাড়ি থানার পুলিশ এবং বম স্কোয়াডের সদস্যরা গিয়ে ল্যান্ডমাইন টিকে উদ্ধার করে ব্লাস্ট করে নিষ্ক্রিয় করে । ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনায় জঙ্গলমহলের মাওবাদীদের অস্তিত্ব প্রমাণ করে দেয় । জঙ্গলমহলে ফের মাওবাদীরা আস্তানা গেড়েছে তাই মাওবাদীদের ডাকা বনধকে কোনমতেই হালকা ভাবে নিচ্ছেন না জঙ্গলমহলের বাসিন্দারা । তাই এদিন সকাল থেকেই রাস্তাঘাট খাঁ খাঁ করছে দোকান বাজার বন্ধ ।