পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের “একুয়াটিক বায়ো-রিসোর্স রিসার্চ ল্যাবরেটরি” (ABRRL)-র গবেষণাগারের সিনিয়র গবেষক সহ প্রানীবিদ্যার স্নাতকোত্তর পাঠরত ছাত্র ছাত্রীর দল দ্বারা পরিচালিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জলীয় পরিবেশবিদ্যা এবং টেকসই উন্নয়নে তাদের বিশেষীকরণের পাঠ্যক্রমের অংশ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় মাছ চাষের বিভিন্ন সুবিধাগুলিতে একটি মাঠ অধ্যয়ন করল। হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু হলদিয়ার বিভিন্ন মৎস্য খামার হ্যাচারী ঘুরিয়ে দেখান। গবেষক ছাত্রছাত্রীর দল মাছ চাষিদের সাথে গুনগত স্বাস্থ্যকর পরিবেশ বান্ধব আধুনিক মাছ চাষের বিষয় গুলি জেনে নেন। হলদিয়ার এমন সুন্দর ও শিক্ষনীয় মাছ চাষ ও জলজ পদ্ধতিতে টেকসই অনুশীলন শিখতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক গবেষক ও জুলজসি সোস্যাইটির সাধারন সম্পাদক সুমিত হোম চৌধুরি মহাশয় একুয়াটিক বায়ো-রিসোর্স রিসার্চ ল্যাবরেটরি” (ABRRL)-র গবেষণাগারের গবেষক সহ ছাত্র ছাত্রীদের দলকে হলদিয়ায় পাঠান।
হলদিয়া ব্লক মৎস্য বিভাগে সকালে তারা এসে উপস্থিত হন। মৎস্য আধিকারিক হলদিয়ার” ইন্টেগ্রেডেট ডাইভারসিফাইড ফিশ ফার্মিং” সহ আধুনিক পরিবেশ বান্ধব মাছ চাষের বিষয় বিস্তারিত আলোচনা করেন। তারপর ওনাদের বসানচক গ্রামে তরুন মাছ চাষি শুভ্রজ্যোতি সাহু, মহিলা চাষি বন্দিতা ভৌমিক, সুব্রত মাইতির মাছের হ্যাচারী সহ বিভিন্ন মৎস্য খামার ঘুরে দেখেন।
হলদিয়ার ফিশারী অফিসার সুমন কুমার সাহু বলেন, গবেষক ছাত্রছাত্রীদের দল যেমন হলদিয়ার মাছ চাষের বিষয় গুলো জানলো তেমনি এবং হলদিয়া ব্লকের মাছ চাষিরাও বিশেষ উৎসাহীত হল এতে আরো বেশি করে আমাদের সরকারি প্রকল্প রূপায়নে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি বলেন, হলদিয়া মাছ চাষে দৃষ্টান্ত যা আগামীতে এলাকার আর্থ সামিজিক আরো উন্নয়ন ঘটাবে।
মাছ চাষিরাও আনন্দিত যে মাছ চাষ করেও শিক্ষিত সমাজ তাদের কাজ দেখতে আসছে
Home রাজ্য দক্ষিণ বাংলা পরিবেশ বান্ধব টেকসই মৎস্য চাষের পাঠ নিতে হলদিয়াতে কলকাতার বিশ্ববিদ্যালয়ের “একুয়াটিক বায়ো-রিসোর্স...