বন্ধ হিমঘর, কয়েক শত শত আলুর বস্তা মাঠেই রোদ বৃষ্টি তে পোড়ে।

0
502

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বন্ধ হিমঘর।কয়েক শত শত আলুর বস্তা মাঠেই রোদ বৃষ্টি তে।আলুর বন্ড না পেয়ে এখন ও কয়েক শত শত বসতা আলু আছে মাঠেই।বিপাকেসেই সব আলুচাষীরা।বন্ড সমস্যার পর এখন আলু রাখা সমস্যা।গত দুই দিন আগে বন্ধ হয়ে গেছে হিমঘরগুলো।তাই হাজার হাজার আলুর গাড়ি রাস্তায় দাড়িয়ে ও আলু রাখতে না পেরে চলে যায়।।অন্য দিকে এখন ও মাঠেই কয়েক শত শত বসতা আলু রয়েছে।তারা হিমঘরে রাখার বন্ড পাইনি।তাই মাঠেই রেখেছেন তাদের আলু।যদিও সেই কৃষক রা বলেন আলু হিমঘরে রাখার সুবিধা পাইনাই।তাই মাঠের মধ্যেই রাখছি।