পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তিন বন্ধু একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। কিন্তু অবশেষে আর বাড়ি ফেরা হল না। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির ফেছনে সেজোরে ধাক্কা মেরে মৃত্যু হল একজনের। গুরুতর আহত আরো দুই জন। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা- কুদি রাজ্য সড়কের উপরে রামকৃষ্ণপুরে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ দাস মহাপাত্র,বয়স আনুমানিক ২৪ বছর, বাড়ি এগরা-১ ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বড়নিহারী এলাকায়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, রাতে গাড়ি ঘিরে পুলিশের তোলাবাজির জন্য মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু পুলিশের তোলাবাজি বন্ধ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তবে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে! তা নিয়েই তদন্ত শুরু করা হয়েছে বলে দাবি পুলিশের।