আকাশ কালো মেঘে ঢাকা ,প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই জলপাইগুড়িতে মহা ধুমধামে পালিত হলো রাম নবমী।

0
246

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আকাশ কালো মেঘে ঢাকা ,প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই জলপাইগুড়িতে মহা ধুমধামে পালিত হলো রাম নবমী।

রোববার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশে কালো মেঘের ঘনঘটা ,বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তবে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আট থেকে আশি মেতে উঠলো রাম নবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায়।
সকালে শহরের কংগ্রেস পাড়ার একটি মাঠে রাম নবমী উদযাপন কমিটির পক্ষ থেকে নির্মিত মঞ্চে পূজিত হন শ্রী রাম, এই মঞ্চেই বিভিন্ন সাধু সন্ন্যাসীদের বরণ করে নেবার পরেই, শহরের রাজপথ পরিক্রমা করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, এই শোভাযাত্রায় কিশোর কিশোরী থেকে যুব সবাই অংশ নেয়  গেরুয়া পতাকা হাতে মুখে জয় শ্রীরাম ধনীতে জমজমাট হয়ে ওঠে জলপাইগুড়ি শহর।

এই আয়োজন প্রসঙ্গে, শ্রীরাম নবমী উদযাপন কমিটির অন্যতম প্রদীপ চন্দ্র জানান, এবার এই অনুষ্ঠান বিভিন্ন ব্লক ,মণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়েছে, জলপাইগুড়ি  হলদিবাড়ি, ময়নাগুড়ি, সহ সমগ্র ডুয়ার্স জুড়েই আজ এমন ভাবে পালিত হচ্ছে পুরুষোত্তম শ্রী রাম নবমীর অনুষ্ঠান।