কেশপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুরে রামনবমী উপলক্ষে শ্যামচাঁদপুর সীতারাম জিউ রথযাত্রা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে,শুভ উদ্বোধন করলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহা, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম আনন্দ ত্রিপাঠী, দুর্লভ ঘোষ, প্রদ্যুৎ পাঁজা, নারায়ন মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পাশাপাশি এদিন রথের দড়ি টানতে দেখা যায় বিধায়ক তথা প্রতিমন্ত্রীকে, জানা গিয়েছে শ্যামচাঁদপুর গ্রামবাসীদের উদ্যোগেই প্রত্যেক বছর রামনবমী উপলক্ষে রথ যাত্রার আয়োজন করা হয়। তবে এই দিন রথযাত্রায় ব্লগ সহ পার্শ্ববর্তী ব্লক থেকে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা কেশপুরের শ্যামচাঁদপুরে রামনবমী উপলক্ষে রথযাত্রা উদ্বোধনে উপস্থিত বিধায়ক তথা প্রতিমন্ত্রী।