শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- প্রান্তিক জেলা পুরুলিয়ার মানুষ পানীয় জলের অভাবে ধুঁকছে।জেলার বেশির ভাগ জায়গায় জলকষ্ট।নিতুরিযার সড়বড়ি , ভামুরিয়া পঞ্চায়েত এলাকার দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়ে আসছেন, তারপরেও কোন সুরাহা মিলছে না।এদিন সড়বড়ি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী এলাকা ধাধকাডাঙ্গার বাসিন্দারা এই মর্মে বিডিও কে স্মারক লিপি দেন। তাদের অভিযোগ এই সময়ে প্রতিবছর জলকষ্টে ভোগে মানুষ প্রশাসনকে জানিয়েও কোন স্থায়ী সমাধান করা হয়নি।
Leave a Reply