আবদুল হাই, বাঁকুড়া : কথায় আছে বারো মাসে তেরো পার্বণ , কিন্তু সোনামুখী ছোট্টো শহরে হয় বারো মাসে আঠারো পার্বণ , তাই হয়তো সোনামুখীর আর এক নাম গুপ্ত বৃন্দাবন । কালী কার্ত্তিক পূজোর পাশাপাশি সোনামুখীর একটি ঐতিহ্য বাহী উৎসব হল ” শ্রী শ্রী বাবা মনোহর দাসের মহোৎসব ” যার চলতি নাম মচ্ছব । 10 11 ও 12 ই এপ্রিল এই তিনদিন মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে । বসন্তের দোল উৎসব যেতে না যেতেই সোনামুখীর আপামর জনসাধারণ মেতে উঠেছেন বাবা মনোহর দাসের মহোৎসবে । এই মহোৎসব কে কেন্দ্র করে হাজার হাজার সাধারণ মানুষ সাধু সন্ন্যাসী,, এবং বহু বাউল শিল্পীর আগমন ঘটে । বাবা মনোহর ধামের পাশাপাশি বহু আখড়া যেমন শ্যাম আখড়া , বড় আখড়া , দাস আখড়া , ছোটো আখড়া , সাঁই আখড়া গুলোতেও মানুষের ঢল নামে চোখে পড়ার মতো । তিন দিন ধরে এই মহোৎসব চলে । সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো । এর পাশাপাশি বিভিন্ন আখড়া গুলোতে তিন দিন ধরে সাধু সেবা ও নরনারায়ণ সেবা হয়ে থাকে । তবে শুধুমাত্র সোনামুখী পৌরশহর নয় বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই মহোৎসবে অংশগ্রহণ করেন । বহু সাধারণ মানুষ বাবা মনোহর দাসের মন্দিরে মানত করে সফল হয়েছেন । তই দূরদূরান্ত থেকে ভক্তদের ভিড় দেখা যায় এখানে । পাশাপাশি অনেকেই এই তিনদিন বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেন । সবমিলিয়ে সোনামুখী পৌরশহর মহোৎসবকে কেন্দ্র করে এই তিনদিন আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকেন ।