আবদুল হাই, বাঁকুড়াঃ রাতের অন্ধকারে বাঁকুড়ার তালডাংরা থানার শ্যামসুন্দরপুর এলাকার বিমলানন্দ যোগ আশ্রমের কালি মন্দিরের প্রতিমার শরীরে থাকা লক্ষাধিক টাকার গহনা ও নগদ প্রায় পঁচিশ হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্রকরে তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা তালডাংরা এলাকা জুড়ে। সোমবার রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের তালা ভেঙ্গে তান্ডব চালায়। কালি প্রতিমার বিভিন্ন অলংকার সহ পাশাপাশি মন্দিরের বিভিন্ন ঘরে গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।
পরে মঙ্গলবার অন্যান্য দিনের মতো এদিন আশ্রমের বর্তমান মহারাজ ও পরিচারিকা সকালে মন্দিরে এলে বিষয়টি তাদের নজরে আসে এবং ঘটনা জানাজানি হতেই গ্রামের একাধিক মানুষ মন্দির প্রাঙ্গনে ভীড় জমায়। ঘটনাস্থলে ছুটে আসেন তালডাংরা থানার পুলিশ কর্মীরা। এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তালডাংরা থানার পুলিশ।
Leave a Reply