উন্নয়নের টাকা বরাদ্দ হলেও হলো না উন্নয়ন,গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের, চাঞ্চল্য সাঁকোয়াতে।

0
267

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– এলাকার উন্নয়নের জন্য প্রায় দু কোটি টাকা বরাদ্দ হলেও সেই অর্থ উপযুক্ত কাজে ব্যবহার না হওয়ায় পুনরায় সেটি চলে গেল প্রয়োজনীয় দফতরে।আর এই অভিযোগে এলাকার গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকল এলাকাবাসীরা। এমনিই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর দু নম্বর অঞ্চলের সাঁকোয়াতে। মঙ্গলবার সেই অভিযোগ তুলে এলাকাবাসীরা সাঁকোয়া গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে, এলাকাবাসীরা জানতে চান, কেন এলাকার উন্নয়ন হচ্ছে না।এলাকার উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ এলেও তা কাজে কেন লাগানো হয়নি কেনো ।বিগত তিন থেকে চার বছরে প্রায় দু কোটি টাকার মতো এই অর্থ কোনো কাজে লাগেনি কেনো।এলাকার বিবিধ সমস্যা এবং উন্নয়নমূলক কাজ অনেক বাকি রয়েছে অথচ সেগুলি বিগত তিন- চার বছরে করা গেল না।তাই আজ ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানের সাফাই আমাদের নিজেদের স্টাফদের জন্য কাজ করা যায়নি।এমজি এনার্জি ডিপার্টমেন্টকে জানিও কোনো কাজ হয়নি।এর জন্য সম্পূর্ণ দায়ী স্টাপেরা।প্রসঙ্গত উক্ত অঞ্চলের গ্রাম পঞ্চায়েতপ্রধান বর্তমান শাসকবিরোধী বিজেপি দল থেকে নির্বাচিত।