সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- খালের জল থেকে একটি কঙ্কাল উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের কাঁটামারী গ্রামে।কঙ্কালচি সনাক্ত করেন গ্রামবাসীরা। তাদের দাবি কঙ্কালটি গ্রামের বাসিন্দা বছর ষাট বয়সের বাঁটুল পাইক এর। পুলিশ কঙ্কাল টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে কাঁটামারী গ্রামের বাঁটুল পাইক গত ১২ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেন নি। পরিবারের লোকজন বিস্তর খােঁজাখুঁজি করে তার কোন হদিশ না পেয়ে থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে।
মঙ্গলবার সকাল থেকে কাঁটামারী গ্রামের পানা ভর্তি একটি খাল থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন।গ্রামবাসীরা খালের মধ্যে থাকা পানা পরিষ্কার করার উদ্যোগ নেয়। এদিন সকালে খালের জলে পানা পরিষ্কার করার জন্য কয়েকজন খালের জলে নামেন।তাদের নজরে পড়ে মানুষের একটি কঙ্কাল। তারা পুলিশে খবর দেয়। কুলতলি থানার পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।