বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- পথ নাট্য দিবস উপলক্ষে বীরভূম পথপ্রদর্শক এর উদ্যোগে ও সাঁইথিয়া থানা র সহযোগিতায় দিনটি পালন করা হলো। এদিন সাঁইথিয়া র থানা মোড়ে পথ নাটক দিবসে সচেতনতা মূলক নাটক পরিবেশন করেন পথপ্রদর্শকের সদস্যরা। এছাড়াও আর্য্য সিংহ গান পরিবেশন করেন। সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পকে মাথায় রেখেই পারি থিয়েটারের কলাকুশলীরা নাটক পরিবেশন করেন। নাটক এর নাম পথের দিশা, নাটক নির্দেশনা করেন সোহিনী কর্মকার। নাটকের মধ্য দিয়ে উঠে আসে হেলমেট পরার কথা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর কথা, সিংন্যাল মেনে গাড়ি চালানোর কথা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁইথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ দত্ত। সংস্থার পখ থেকে সোহিনী কর্মকার ও শ্রাবন্তী মণ্ডল জানান, আমরা সমাজসেবার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও করে থাকি,এদিন আমরা এই নাটকের মাধ্যমে পথ চলতি মানুষদের সচেতনতার পাঠ দিয়ে থাকি।
ছবি ও তথ্য- সুকান্ত রায় , বীরভূম ।